// সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা ও এ্যাম্পলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মাঝে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম এবং ১ হাজার পিস এ্যাম্পলসহ গোলাপ মিয়া নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রবিবার জেলা গোয়েন্দা শাখা প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানানো হয়, গ্রেপ্তার সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর পশ্চিম ফুলমতি গ্রামের মৃত ছকিম উদ্দিনের ছেলে ও গোলাপ মিয়া রংপুর পীরগঞ্জের বিশ্নপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে। ডিবি পুলিশ জানায়, শনিবার রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোকুলে বগুড়া শহরগামী সড়কে সাইফুলকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা গ্যাস সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকানো ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি রাজধানী ঢাকার উদ্দেশ্য গাঁজা নিয়ে যাচ্ছিলেন। একই দিন রাত পৌণে ১২টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার বাঘোপাড়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস এ্যাম্পলসহ গোলাপকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে গাঁজা ও এ্যাম্পল উদ্ধারের পাশাপাশি দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঈদকে সামনে রেখে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।