বগুড়ায় দুই সেমাই কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা 

// সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরিসহ নানা অভিযোগে দুই কারখানা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা আফরোজ শেখাহারের নাঈম-রিমন লাচ্ছা কারখানায় অভিযান পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, একই তেল বারবার ব্যবহার ও লাচ্ছা সংরক্ষণে খবরের কাগজ ব্যবহারের দায়ে এ প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মো.রিমনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একই অভিযোগে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী কাজিপাড়ার ভাই ভাই লাচ্ছা সেমাইকে অর্থদণ্ড দেয়। প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মোজ্জাফর হোসনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ নিয়ে দুই কারখানাকে মোট ৮০হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, পুরো রমজান মাসেই জনস্বার্থে অভিযান চলমান আছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেছেন।