// মৌলভীবাজার প্রতিনিধি: কমলগঞ্জে আর্থিক লেদদেনের বিনিময়ে ওয়ারেন্ট এর আসামী-কে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার বাদী ভুক্তভোগী রায়না বেগম ও তার স্বামী জাহেদ মিয়া জানান- গত ৫ এপ্রিল বুধবার রাতে কমলগঞ্জ থানার এস আই বিজয়সহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে উত্তর রুপশপুর গ্রামের সিআর-৩৭৬/২২নং মামলার ওয়ারেন্ট ( স্বারক নং- ২৪০/২৩) ভুক্ত আসামী- মতিন মিয়ার পুত্র খালেদ মিয়া, মৃত সামছুল হক এর পুত্র ছনোয়ার মিয়া ও নজরুল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। আসামীদের মধ্যে মাজহারুল মিয়া জুড়ি উপজেলায় সড়ক ও জনপথ বিভাগে চাকুরী করেন। এবং খালেদ মিয়া (৩৫) উপাধক্ষ্য আব্দুস শহীদ উচ্চবিদ্যালয়ে চাকুরী করেন। অভিযোগ উঠেছে উক্ত মামলার আসামী খালেদ মিয়াগংরা চাকুরীজিবি হিসাবে প্রভাব বিস্তার করেন এবং সর্বশেষ প্রভাব বিস্তার করে সংশ্লিষ্ট থানায় ওয়ারেন্ট ভুক্ত আসামী থাকা সত্বেও থানা থেকে পুলিশ ছেড়ে দেয়। এ ব্যপারে জানতে চাইলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী আটকের সত্যতা স্বীকার করে বলেন- মানবিক কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।