// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে গত ৩ এপ্রিল সকালে নবাগত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ড.উর্মি বিনতে সালাম। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। জানা গেছে- বিসিএস ২৫তম ব্যাচের ড.উর্মি বিনতে সালাম ১৯৮১ সালে পহেলা আগষ্ট কুমিল্লা জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ২০০০৬ সালের ২১ আগষ্ট বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। সহকারী কমিশনার হিসাবে রাজশাহী বিভাগে ন্যস্ত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া-তে তার শিক্ষানবিশকাল অতিবাহিত করেন। এর পর নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও মন্ত্রী পরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন। দুই পুত্র সন্তানের জননী ড.উর্মি বিনতে সালাম এর স্পাউস ড. মোঃ নাজমুল কবির চেšধুরী ঢাকা কলেজের রসায়ন বিভাগে শিক্ষকতা করছেন। তিনি ১৯৯৬ সালে মাধ্যমিক এবং ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ হতে ২০০২ সালে ¯œাতক (সম্মান) এবং ২০০৩ সালে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং থেকে (Humanities Technology) বিষয়ে ২০১৫ সালে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হন। বিভিন্ন অভ্যন্তরীন ও বৈদেশিক প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। বুনিয়াদি প্রশিক্ষণ, আইন ও প্রশাসন কোর্সসহ বিয়াম ফাউন্ডেশন হতে (Doctor of philosophy program এর অধিনেtechnology management egotiation Technical and Management) বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। মালয়েশিয়াতে (Negotiation Technical and Management)বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এবং ভারতে mid-career সম্পন্ন করেন। ২০১৩ সালে মালয়েশিয়াতে creation, innovation, technology and research expo- তে রৌপ্য পদক জয় করেন। একই বছর মালয়েশিয়ার কুয়ালামপুরে pecipta মালয়েশিয়ার কনভেনশনে ব্রোঞ্জ পদকে ভূষিত হন। উল্লেখ্য- সদ্য বিদায়ী জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মৌলভীবাজার জেলায় অত্যান্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে গেছেন। তার বিদায়কালে এ জেলার সর্বস্থরের জনগণ মনের অকৃতিম ভালোবাসা দিয়ে তাকে বিদায় সংবর্ধনা,স্মৃতি স্বারকসহ বিভিন্ন স্মৃতি তুলে দেন। নবাগত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব প্রাপ্ত ড.উর্মি বিনতে সালাম এর কাছে সেই প্রত্যাশা জেলার নাগরিকবৃন্দের।