বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দলকে পুনর্গঠন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রাথীর জয় নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা সোমবার (৩ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আচ্চাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের কোন চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন নি। মাহমুদুল আলম বাবু ২০১৪ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগে আমূল পরিবর্তন ঘটে। নেতা কর্মীদের মূল্যায়ন বেড়ে যায়। ফলে ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী করেন মাহমুদুল আলম বাবু।
তিনি দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালে প্রথম বারের মত আওয়ামী লীগের প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করেন মাহমুদুল আলম বাবু। পরে ২০২২ সালে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয় আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল আলম বাবু। বজলুর রশিদ বাবুল ও মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে অতীতের যেকোন সময়ের চেয়ে আওয়ামী লীগ বর্তমানে একশ গুণ বেশি শক্তিশালী বলেও জানান নেতা কর্মীরা।
তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতা কর্মীরা উপজেলা আওয়ামী লীগের কাছে বজলুর রশিদ বাবুলকে পুনরায় সভাপতি এবং সাধারণ মাহমুদুল আলম বাবুকে পুনরায় সাধারণ সম্পাদক করার দাবি জানিয়েছেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন।
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সঞ্চালনায় এবং সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, প্রচার সম্পাদক হুমায়ুন কবির , ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী শামীম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী মো. আমর আলী, ৬ নম্বর ওয়ার্ড এর সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, মহিলা লীগ নেত্রী জোসনা বেগম প্রমুখ।