ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে জামাইবরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস তাঁর বাসভবনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রেলমন্ত্রী সুজনকে জামাইবরণ করেন। এসময় মন্ত্রীর সহধর্মিনী শাম্মি আকতার তাঁর সাথে ছিলেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) পশ্চিমাঞ্চল রেলের ঈশ^রদী জংশন ষ্টেশনে ফুট ওভারব্রিজ উদ্বোধন এবং আধুনিক পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের আগমন ঘটে। এই আগমনের সুবাদে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস রাতে তাঁর বাসভবনে আনুষ্ঠানিকভাবে জামাইবরণের আয়োজন করেন।
শহরের আকবরের মোড় হতে মন্ত্রী জামাইকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে এমপি’র বাড়িতে নিয়ে আসা হয়। এরপর কেক কেটে বরণের শুভ সূচনা এবং জামাই-মেয়েকে ফুলের মালা পড়ানো হয়। শীতের পিঠা, ফল, মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন পর্ব শুরু করে নানা রকমের ব্যঞ্জনে খাওয়া-দাওয়ার পর্ব সাজানো ছিলো। শেষে জামাই-মেয়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন এমপি বিশ্বাস ও তাঁর সহধর্মিনী রোকেয়া বিশ্বাস। এমপি’র পুত্র দোলন বিশ্বাসসহ পরিবারের অন্যন্যরা জামাই-মেয়ে এবং উপস্থিত সকলকে আপ্যায়িত করেন।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলি, রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার শাহ সূফি নূর মোহাম্মদ, বিভাগীয় প্রকৌশলী (২) বীরবল মন্ডল, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম মালিথা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মাসুদ রানা, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুজসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।
প্রসংগত: রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আকতারের নানার বাড়ি ঈশ্বরদী শহরের নূরমহল্লা এলাকায়। শৈশবে শাম্মি আকতারের বেশীরভাগ সময় কেটেছে ঈশ্বরদীর মামাবাড়িতে। এমপি বিশ্বাসের সাথে শাম্মি’র বড় মামা মরহুম আব্দুর রহমানের অন্তরঙ্গ বন্ধুত্ব ছিলো। ছোট বেলা থেকেই এমপি বিশ্বাসের সাথে শাম্মির মামা-ভাগ্নির অপার স্নেহের সম্পর্ক বিদ্যমান ছিল। সেই সুবাদে রেলমন্ত্রী হলেন এমপি বিশ্বাসের তথা ঈশ্বরদীবাসীর ভাগ্নি জামাই। ##