দায়

মাজহার মান্নান

ভেবেছিনু এ ভবে কি পেলুম হায়
ডিম পারে হাঁসে, বাগদাশে খায়
দীনহীন সম্ভোগ শোভা নাহি পায়
যার যত আছে,  সে ততো চায়।

ধনবান ছ’বেলা ফেলে ছুড়ে খায়
অনাহারী কাঙ্গাল বুক চাপড়ায়
শ্রেষ্ঠ জীব মোরা কি আছে দায়
নাহি দেখি তবু বিবেকের সায়। 

দাপুটেরা পেয়ে যায় পক্ষে রায়
দুর্বল চোখ বুজে হাত কচলায়
গায়কেরা সাম্যের গান গেয়ে যায়
আলালের কি যায় আসে এ বসুধায়!

সরণি শয়নে তাগো, নাহি আছে কায়
হিম দমে কোন লোম, নাহি থাকে গায়
নির্ধন – ধনবান বাস করে মায়
তবু কেন বিভেদ? কে নিবে দায়?