নাটোরে প্রতারণার অভিযোগে গ্রেফতার-১

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে উচ্চ বেতনে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা মোঃ দেলোয়ার হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।
বুধবার(২২শে ফেব্র“য়ারি) বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে ওয়ান-সেভেন হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার কররা হয়।

গ্রেফতারকৃত মোঃ দেলোয়ার হোসেন (৪৮) বড়াইগ্রাম উপজেলার দিগ্যান এলাকার মোঃ তায়জাল প্রামানিকের ছেলে।

ভুক্তভোগী মোঃ মন্টু প্রামানিকের(৪২) অভিযোগে সূত্রে জানা গেছে, উচ্চ বেতনের চাকুরী দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে আসামি ৩ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে জাল কাগজপত্র দিয়ে দুবাইয়ে তাকে দুবাই পাঠান। সেখানে অবস্থানরত ভুক্তভোগীকে কোনো কাজ না দিয়ে পাকিস্তাদিালালের কাছে বিক্রি করে দেয়। পরে পাকিস্তানি দালাল ভূক্তভূগীকে দিয়ে জোরপূর্বক বিনা পারিশ্রমিকে ৯দিন কাজ করান। পরে ভূক্তভোগী বুঝতে পেরে বিদেশে অবস্থানরত লোকজনের সহায়তায় দেশে ফিরে আসেন তিনি।

র‌্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কো¤পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কো¤পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে নাটোরের বড়াইগ্রাম উপজেলার
বনপাড়া বাইপাস মোড়ে ওয়ান-সেভেন হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে প্রতারক চক্রের মূলহোতা মোঃ দেলোয়ার হোসেনকে (৪৮) গ্রেফতার করা হয়। পরে আসামি সাক্ষীদের উপস্থিতিতে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায়বড়াইগ্রাম থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা দায়ের করা হয়।