চাটমোহরে ‘বন বেগুনের কাঁটা’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে পাবনার চাটমোহর প্রেসক্লাব হলরুমে “বন বেগুনের কাঁটা’ গল্পগ্রন্থের মোড়ক উন্মেচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজের প্রতি দায়বদ্ধ ও প্রতিশ্রুতিশীল লেখক ইকবাল কবীর রনজু’র লেখা প্রথম গল্পগ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার চাটমোহরের কৃতি সন্তান কেন্ট ব্রেইন ইনজুরি ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর, এডভান্স রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য নবগঠিত পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড.মোঃ ফসিউর রহমান।


এসময় চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মানব জমিন প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, ভোরের ডাক প্রতিনিধি নূরুল ইসলাম, আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্টাচার্য, যুগান্তর প্রতিনিধি প্রবিত্র তালুকদার, আমার সংবাদ প্রতিনিধি শিমুল বিশ্বাস, সাংবাদিক জাহাঙ্গীর আলম, বিপ্লব আচার্য্য, চিত্রগৃহ পরিচালক জেমান আসাদ,কাউন্সিলর মাহতাব হোসেন, মোহাইমিনুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
‘বন বেগুনের কাঁটা’ গল্পগ্রন্থ সম্পর্কে লেখক ইকবাল কবীর রনজু জানান, গ্রন্থটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। পাওয়া যাচ্ছে ঢাকার অমর একুশের গ্রন্থ মেলার ৫৭০ নম্বর স্টলে। পরিবেশক দ্বিমত, বইমই, রকমারি ও বইফেরী। ১৬ টি গল্প স্থান পেয়েছে গ্রন্থটিতে। পাঁচ ফর্মার এ গ্রন্থটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা।