মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কবি পলাশ দেব নাথকে সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলা কবিতা কবি ও কবিতার ওয়েবসাইট। গত ২০ ফেব্রুয়ারি সংস্কৃতি বিকাশ কেন্দ্র পরিবাগ ঢাকায় বাংলা কবিতা কবি ও কবিতার ওয়েবসাইটের সদস্যদের নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক কবি সম্মিলন-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি কবি বেগম সেলিনা খাতুন, কবি ও এডমিন-৩ কবীর হুমায়ূন এবং সঞ্চালক কবি মনিরুজ্জামান ও কবি রুনা লায়লার ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য- কবি পলাশ দেব নাথ মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিনবালী গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামে বসবাস করছেন। তার পিতা ডা: বিধু ভূষণ দেবনাথ মাতা: প্রনতী রানী নাথ তিনি সাহিত্য, সংস্কৃতি ও সংবাদকর্মী হিসেবে কাজ করছেন। ২০২০ সালে ১ম কাব্যগ্রন্থ ‘‘বেলা শেষে’’ প্রকাশিত হয়, যা পাঠকের মন জয় করেছে এবং একজন সাহিত্যিক হিসেবে দেশের বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে যোগদান করে থাকেন।