কামরুল হাসান কালিহাতী (টাংগাইল): কালিহাতীতে অমর একুশে বইমেলা ২০২৩ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই (২৬ফেব্রুয়ারি রবিবার) পর্যন্ত চলবে, কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরো মাঠ প্রাঙ্গণে কালিহাতী সাধারন পাঠাগার, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদে যৌথ উদ্যোগে বইমেলা উদ্বোধন করেন, সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন (সোহেল হাজারী) এম পি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম প্রমুখ।
এবার স্মরণকালের সবচেয়ে বড় আকারে বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরো মাঠ জুড়ে অনেক গুলি স্টল বসেছে ।
মেলা চলাকালীন প্রতিদিনই মেলাতে বিভিন্ন আলোচনা সভা, কবিতা পাঠের আসর বসবে; প্রতি সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর বইমেলাতে বেশি ভাগ স্টল নিয়াছে তরুন ছেলেরা । দাঁড়িকjমা স্টলের তরুনদের সাথে কথা বলে জান গেছে এ বছর অনেক নতুন বইয়ের কালেকশন আছে । আমাদের সংগ্রহীত বই গুলি বই প্রেমিক মানুষদের ভাল লাগবে ।
মেলায় প্রকাশনা সংস্থাগুলো দেশের খ্যাতিমান লেখকদের নতুন নতুন বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী সব ধরণের বই রেখেছেন তাদের স্টলে। বইগুলোর মধ্যে রয়েছে গল্প, কবিতা, সাহিত্য, সায়েন্স ফিকশন, শিশুতোষ, কিশোর রহস্য, গোয়েন্দা কাহিনী, রূপকথা, ভৌতিক, জীবনীগ্রন্থ ছাড়াও ইতিহাস, সাধারণ জ্ঞাণ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ওপর বিভিন্ন লেখকের লেখা নানা ধরনের বই।