// সঞ্জু রায়, বগুড়াঃ বগুড়ার দুইটি আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে একটি বগুড়া-৪ যা বগুড়ার দুটি উপজেলা কাহালু ও নন্দীগ্রাম নিয়ে গঠিত, অপরটি বগুড়া ৬ যা সদর আসন। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ হচ্ছে।
সকাল সাড়ে ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোন বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চলবে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারের সংখ্যা এবং কেন্দ্রে ভোটার আনার জন্যে বিভিন্ন প্রার্থীর এজেন্টরা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে।
নির্বাচন উপলক্ষে দুই আসনে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি ও র্যাবের ১৭টি টহল দল মোতায়ন আছে নির্বাচনের মাঠে। এছাড়াও ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় জেলার এই দুই আসনে সর্বমোট সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা কাজ করছেন।
বগুড়া-৪ আসনের ভোটের মাঠে প্রতিদ্ব›দ্বীতা করছেন মোট ৯ জন প্রার্থী। এ আসনে আওয়ামী লীগ ১৪ দলীয় জোট থেকে জাসদ প্রার্থীকে সমর্থন দিয়েছে। এর বাইরে পাঁচ জন স্বতন্ত্র প্রার্থী আছেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মোট প্রার্থী ১১ জন। পাঁচ জন আছেন স্বতন্ত্র প্রার্থী। এদের মধ্যে ট্রাক প্রতীকের আব্দুল মান্নান আকন্দ সাবেক আওয়ামী লীগ নেতা। তিনি এই আসনের লীগের বিদ্রোহী হিসেবে পরিচিত। এছাড়াও উপনির্বাচনে এই দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মাঠে ময়দানের পাশাপাশি ভার্চুয়াল জগতের প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া দেখিয়েছেন এ প্রার্থী। আর বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। সদরে ভোট কেন্দ্র ১৪৩টি ও যেখানে মোট ১ হাজার ১৭টি কক্ষে সকাল থেকেই ভোটগ্রহণ চলছে।