// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২পদে পদোন্নতি পেয়েছেন পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের কৃতি সন্তান ওয়াই এম বেলালুর রহমান বিপিএম-সেবা, এনডিসি। এ খবর পেয়ে আনন্দে উচ্ছসিত চাটমোহরবাসী। সুপিরিয়র সিলেকশন বোর্ডের ২২ জানুয়ারী ২০২৩ তারিখের সভার সুপারিশ মাননীয় প্রধানমন্ত্রী সদয় অনুমোদন করায় তিনি এ পদে পদোন্নতি পান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের উর্ধতন নিয়োগ-৩ শাখার জননিরাপত্তা বিভাগের উপসচিব মোঃ আলমগীর কবির স্বাক্ষরিত এক স্মারক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ইতিপূর্বে তিনি ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট পদে নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, ওয়াই এম বেলালুর রহমান, পাবনার চাটমোহরের চড়পাড়া গ্রামের সফল শিক্ষাবিদ মরহুম দেলমাহমুদ মিয়া এবং সফল মাতা মরহুমা জসিমন নেছার ষষ্ট সন্তান। ১৯৬৯ সালের ০২ জানুয়ারী তিনি বগুড়ায় জন্ম গ্রহন করেন। তিনি বগুড়া জেলা স্কুল থেকে এস এস সি, সরকারী আযিযুল হক কলেজ থেকে এইচ এস সি, চট্রগ্রাম বিআইটি বর্তমান (চুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন। ১৯৯২ সালে অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে পুলিশ ক্যাডারে নির্বাচিত হন তিনি। সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু হয় তার। তিনি এস এস এফ (পি এম অফিস), সিএমপি খাগড়াছড়ি, আর এমপি, খুলনা জেলার পুলিশ সুপার, আইজিপি (টেলিকম) রাজার বাগ ঢাকা, নওগাঁর পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটান পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালী, বেলজিয়াম, অষ্ট্রেলিয়া, পূর্বতিমুর, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, আইভোরিকোষ্ট, ঘানা, আরব আমিরাত, সৌদিআরবসহ বিভিন্ন দেশ ভ্রমন করেন। তার স্ত্রী প্রথমা রহমান একজন চিকিৎসক। সফল ও মানবিক এ পুলিশ কর্মকর্তা চাটমোহরবাসীর গর্বের প্রতীক।