কামরুল হাসান টাংগাইল পতিনিধিঃ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯স্নাতক (ইঞ্জি./অনার্স/বিফার্ম) কোর্সে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার(২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের সামনে ওরিয়েণ্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন।
ওরিয়েণ্টেশন প্রোগ্রামে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর সাজ্জাদ ওয়াহিদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর মো. মাহবুবুল হক, রেজিস্ট্রার ডক্টর মোহা. তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর এএসএম সাইফুল্লাহ। ওরিয়েণ্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগে নতুন ভর্তিকৃত তারিখে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।