রাজশাহীতে সাত মাসের বকেয়া বেতনের দাবিতে রেশম কারখানা শ্রমিকদের মানববন্ধন

// নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে সাত মাসের বকেয়া বেতনের দাবিতে রেশম কারখানা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শ্রমিকরা মানববন্ধন করেছেন। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে তারা এ মানববন্ধন শুরু করেন রেশন কারখানার সামনে। এ ছাড়া তারা সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন। শ্রমিকরা জানান, রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১৯ জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। প্রতিদিন তারা জনপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা বেতন পান। কিন্তু গত সাত মাস ধরে তাদের বেতন বন্ধ করে রাখা রয়েছে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। এবিষয়টি নিয়ে তারা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কোনো লাভ হচ্ছে না। কর্তৃপক্ষ জানিয়েছে, রেশম বোর্ড যেদিন বেতন দিবে সেদিন তাদের বেতন দেওয়া হবে। তাই তারা বাধ্য হয়ে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করলেন। তবে এরপরও বেতন পরিশোধ করা না হলে শ্রমিকরা পুরোপুরি কর্ম বিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন। এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের কর্মচারী পালক, রফিক ইসলাম, আব্দুস সাত্তার, সাবের আলী প্রমুখ।