সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মাছ বাজার এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। মাদকবিরোধী এই অভিযানে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদরের চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার সোবহান হোসেন (৪১) ও একই এলাকার শামীম হোসেন (৩০)। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, সিম এবং নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী সিনিয়র পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদে জানা যায় নওগাঁ থেকে বগুড়াগামী একটি প্রাইভেটকারে দু’জন মাদক বহন করছেন। এমন খবরে দুপচাঁচিয়া মাছ বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ওই প্রাইভেটকার তল্লাসী করে ফেন্সিডিল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া দু’জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।