// মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে এবং ইট প্রস্তুুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটা পরিচালনা করার দায়ে দিনাজপুরের ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেমেছে।
আজ দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে সদর উপজেলায় ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করে ২টি ইট ভাটায় ৩ লাখ টাকা জরিমান করেছেন। সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রিটেট সাথী দাস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভযিানে ইটপ্রস্তুত ও ভাটাস্থাপন (নয়িন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধতি ২০১৯) অনুসারে বভিন্নি ধারার লঙ্ঘনরে দায়ে ২ টি ইটভাটা থেেক মোট ৩ লক্ষ টাকা র্অথ দন্ডর্ধায ও আদায় করা হয়।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক ছামিউল আলম কুরসি জানান আদালতের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে । আজ সদর উপজেলার বড়ইল গ্রামে মের্সাস পি আর বি ব্রিক্স ২ লাখ , মের্সাস এইচ এন ব্রিক্স ১ লাখ টাকা জরিমানা এবং ফায়ার সাভির্স দিয়ে কাঁচা ইট ধ্বংস ও আগুন নিভেয়ে দেওয়া হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকতা।