ইয়ানূর রহমান : বেনাপোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১-তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলা যুবলীগের আয়োজনে বেনাপোলের ছোটআচড়া মোড় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান উদ্যাপিত হয়।
শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ নির্মানের কথা বলেছেন, তা বাস্তবায়ন হবে। এটি কেবল সময়ের অপেক্ষা মাত্র। আমরা প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়ন করেছি। এসডিজি, এমডিজি অর্জণ করেছি। সমুদ্রসীমা অর্জণ করেছি। মহাকাশ অর্জণ করেছি। আমরা স্মার্ট বাংলাদেশ অর্জণ করব। আর এজন্য দরকার ষঢ়যন্ত্রকারিদের সকল রোষানল থেকে বাংলাদেশকে মুক্ত রেখে আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করা। যা বাস্তবায়নের লক্ষ্যে শার্শা আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিনের নির্দেশনায় এ উপজেলার আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একতাবদ্ধ হয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়ন বার্তা জানান দিচ্ছে। আওয়ামীলীগ সরকার মেয়াদের ১৪ বছরে শার্শা উপজেলাবাসী মডেল উপজেলার সুবিধা ভোগ করছে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত হলে উন্নয়নের জোয়ারে ভাসবে শার্শা উপজেলাবাসী।
অনুষ্ঠানের শেষপ্রান্তে এলাকার সাধারণ জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ সালেহ আহমেদ মিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও জাতীয় শ্রমীকলীগের আহবায়ক রাজু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আযাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল, পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, জসীম উদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাস, সাংগঠনিক সম্পাদক জুলহাস, পুটখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাদিউজ্জামানসহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।