চাটমোহরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
জমাজমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পাবনার চাটমোহরে আনিছুর রহমান (৬৫) নামক এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় আনিছুর রহমানের ছেলে মিজানুর রহমানসহ আরো অন্তত দশজন আহত হয়েছেন।
হত্যাকান্ডের শিকার মৃত আনিছুর রহমান প্রভাকর পাড়া গ্রামের মৃত আকবর প্রামানিকের ছেলে। এ ঘটনায় মোহাম্মদ আলীর ছেলে আসলাম ও মনছের, আমিরের ছেলে নাহিদ, মোসলেম, মোসলেমের ছেলে বদুসহ অন্তত দশজন আহত হন।
আনিছুর রহমানের স্ত্রী জানান, দীঘদিন যাবত প্রতিবেশি আয়নাল, গুলজার ও সুলতান তাদের বাড়ির অন্তত দশ ফিট জায়গা অবৈধভাবে দখলে রেখেছেন। এ নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় এ নিয়ে কথা কাটা কাটির একপর্যায়ে আযনাল গং তার ছেলে মিজানুরকে মারধোর করে। খবর পেয়ে আনিছুর রহমান এগিয়ে গেলে আয়নালগং শাবল দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আনিছুর রহমানের মৃত্যু হয়। তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যান্যরাও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসী জানান, আয়নাল, গুলজার ও সুলতান একজন ভিখারীর যায়গা অবৈধ ভাবে দখলে রেখে বাড়ি করে আছেন। প্রতিবেশির যায়গাও বেশ খানিকটা দখলে রেখেছেন। এ নিয়ে এলাকায় অনেক শালিস বৈঠক হলেও দখল ছাড়েননি আয়নাল গং।
উক্ত এলাকার ইউপি সদস্য নজরুল ইসলাম আনিছুর রহমানকে পিটিয়ে হত্যার খবরটি নিশ্চিত করেছেন।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন শুক্রবার বিকেলে জানান, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।