ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত। শনিবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত কুয়াচ্ছন্ন ছিল। শুক্রবার শেষ বিকেলেও কুয়াশাচ্ছন্ন হয়ে যায় ঈশ্বরদী। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় ও সম্বলহীন মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এই পরিস্থিতিতে শুক্রবার বিকেলে এবং শনিবার সকালে ঈশ্বরদীতে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক। তিনি প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র। শহরের আলীবর্দি সড়কে নিজ বাসভবনে প্রায় দশ হাজার দুস্থ ও এতিমদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
এসময় কনক শরীফ বলেন, এলাকার মানুষের প্রতি প্রয়াত পিতার ভালবাসার ধারাবাহিকতা অব্যাহত রাখতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনাকালীন সময়ে আমরা যেভাবে এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে ছিলাম, তেমনিভাবে সবসময় মানুষের যেকোন কষ্টে পাশে থাকবো ইনশাল্লাহ্।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীর জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
এ সময় ঈশ্বরদী উপজেলা আওয়ামী