মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাসুক আহমেদ এর বিরুদ্ধে পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামের হাজী মোঃ খলিলুর রহমান নামে এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে- গত ২৭ ডিসেম্বর দুপুরে জুড়ী থানায় হাজী মোঃ খলিলুর রহমান একটি জরুরী কাজে থানায় আসেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক আহমদ তাকে দেখে চরম উত্তেজিত হয়ে তার নির্বাচনী এলাকা ফুলতলায় যেতে নিষেধ করেন। তিনি কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজসহ ও প্রাণনাশের হুমকি দেন। থানায় আগত এক অপরিচত লোক তাকে রক্ষা করেন। হাজী মোঃ খলিলুর রহমান জানান- ন্যায় বিচারের স্বার্থে গত ২৭ ডিসেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ফুলতলায় আমার ব্যবসা বাণিজ্যসহ বাগান বাড়ী রয়েছে। এ বিষয়ে আমি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের বিচার দাবী করছি। এ ব্যাপারে জানতে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক আহমদের মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন- হাজী মো: খলিলুর রহমানের সাথে তর্ক বির্তর্কের বিষয়টি আমি অবগত হয়েছি। থানায় লিখিত অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান- আমার নলেজের বাহিরে কে অভিযোগটি কে রিসিভ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।