ইসলাম ধর্মগ্রহন করে বিয়ে করলেন ইতি

সাঁথিয়া প্রতিনিধিঃ
প্রেম মানে না জাতি ধর্ম, প্রেম মানে না বাধা। প্রেম করিয়া শিরি- ফরহাদ প্রেমের মজা পায়, প্রেম করিয়া লাইলী- মজনু পাগল হয়ে যায়। প্রেমে পড়ে কাজী নজরুল- প্রমিলা বন্দনা গায়। গল্প বা কল্পকাহিনী নয়, ইতি সরকার নামের এক মেয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তিনি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিক বাংলাদেশ “ইসলাম ধর্ম গ্রহণের হলফনামা” করেন যার নং ১১৫৯, ২২ জুন/২০২৫। ইতি আহাদ ইসলাম আকাশ নামের এক মুসলিম ছেলেকে বিয়ে করেছেন।

হলফনামা সুত্রে জানা যায়, পাবনার ফরিদপুর থানার বনওয়ারীনগর গ্রামের শ্রী মুন্নালাল হরিজন এর মেয়ে ইতি সরকার (১৯) এর সাথ পরিচয় সুত্রে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের হরিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আহাদ ইসলাম আকাশের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ক্রমে দুজন দুজনকে ভাল বাসতে থাকে। পরে পরিনয়ে পতিত হয়। নওমুসলিম ফাতেমা আক্তার ইতি জানান তার বাড়ির চতু্র্দিকে মুসলিম সম্প্রদায়ের বাড়ি ঘর ও বসবাস হওয়ায় শৈশব কাল হইতেই মুসলমানদের বাড়িতে আমার অবাধ উঠাবসা এবং যাতায়াত এবং ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠানাদিতে ও ধর্মীয় বই পুস্তক পড়িয়া ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া পড়ি এবং আল্লাহ ও আল্লাহর রাসুলের প্রতি আমার পূর্ণ বিশ্বাস জন্মিয়া যায়। ইসলাম ধর্মের আদর্শ ও রীতিনীতি ভালো লাগায় আমি হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ২২/০৬/২০২৫ ইং তারিখে জৈনক মাওলানা সাহেবের নিকট উপস্থিত হইয়া তাহার দ্বারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) পাঠ করিয়া ইসলাম ধর্মে দীক্ষিত হইয়াছি। ওই দিই নোটারী পাবলিক করি।
আকাশ জানান ইতিকে ভাল লাগে সে সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রগহ করে আমরা দুজন দুজনকে ভালবেসে বিয়ে করেছি।