মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের সিনিয়র নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় গ্রেফতার, পুলিশের হামলা, গুলিবর্ষন এবং গুলি করে দলের কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ১৩ ডিসেম্বর। উক্ত বিক্ষোভ মিছিল শহরের সমশেরনগর রোড সিএনজি ষ্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনা হয়ে এম সাইফুর রহমান রোডস্থ শাহ মোস্তফা গার্ডেন সিটির সম্মুখে প্রতিবাদ সমাবেশের মাধ্য শেষ হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সদস্য মোশাররফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা যুবদল নেতা সেলিম মোঃ সালাউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা কৃষকদলের সদস্য সচিব মুনাহিম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবু বক্কর তালুকদার, জেলা যুবদল নেতা এম এ নিশাত, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান বেলাল, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিপন মিয়া, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সিফন মিয়া, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম। বক্তারা মিথ্যা মামলায় গ্রেফতারকৃত দলের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং গত ৭ ডিসেম্বর দলের কেন্দ্রীয় অফিসে আওয়ামী পুলিশের হামলা, গুলিবর্ষন এবং গুলি করে দলের কর্মী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।