আবু ইসহাক, সাঁথিয়া ঃ
আজ ৯ ডিসম্বর ঐতিহাসিক সাঁথিয়া থানা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালর এদিন পাবনার সাঁথিয়া থানা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়ছিল। মুক্তিযাদ্ধারা বিজয়র পতাকা হাত নিয় বিজয় উল্লাস করছিলন।
জানা যায়, ১৯৭১ সালর ৭ মার্চ রসকার্স ময়দান বঙ্গবন্ধু শখ মুজিবর রহমানর আহবান সারা দিয় তৎকালীন জাতীয় পরিষদ সদস্য আ’লীগ নতা অধ্যাপক আবু সাইয়িদ এর নির্দশ সাঁথিয়া হাই ¯ুলর তৎকালীন শিক্ষক রুস্তম আলী, তাফাজ্জল হাসন, কাশিনাথপুর হাই¯ুলর শিক্ষক আয়জ উদ্দিন প্রমুখ বিশিষ্ট্য ব্যক্তিবর্গ এলাকার ছাত্র সমাজ ও যুব তরণদর মুক্তিযুদ্ধ অংশ গ্রহণর প্র¯তি নিত শুরু করন।
সাঁথিয়া হাই¯ুল মাঠ এরা প্রশিক্ষণ নিতও শুরু কর। সনাসদস্য কাজী মাসলম উদ্দিন মুক্তিযাদ্ধাদর প্রশিক্ষন দন। ২৭ মার্চ সাঁথিয়া পশু হাসপাতাল প্রাঙ্গন যুদ্ধকালীন কমান্ডার নিজাম উদ্দিন এর নতত্ব যুবক ও তরুণ’রা বাংলাদশর পতাকা উত্তালন কর আনুষ্ঠানিকভাব যুদ্ধ অংশ গ্রহণ করন।
দীর্ঘ ৯ মাস সাঁথিয়ার বিভিন ¯ান পাকসনাদর সাথ সম্মুখ যুদ্ধ বীরমুক্তিযাদ্ধা ফজলুল হক, নজরুল ইসলাম (চাদু), আব্দুস সামাদ, দারা হাসন, শাহজাহান আলীসহ অসংখ্য নিরীহ মানুষ শহীদ হন। এলাকার শত শত যুবতী ও মহিলারা সম্ভ্রম হারান। সাঁথিয়ায় পাকসনারা এলাকায় বহু লাকর ঘর-বাড়ি জ¦ালিয় পুড়িয় দয় ও ব্যাপক লুটপাট চালায়।
৭ ডিসম্বর পাক হানাদার বাহিনী সাঁথিয়ার নদনপুর স্বরপ গ্রাম প্রবশ করার সাথ সাথ মুক্তিযাদ্ধাদর সাথ সম্মুখ যুদ্ধ হয়। দীর্ঘ সময় সম্মুখ যুদ্ধ চলার এক পর্যায় হানাদার বাহিনী পিছু হট।
৮ ডিসম্বর ব্যাপক প্র¯তি নিয় পাক হানাদাররা আবার সাঁথিয়া আক্রমনর উদ্দশ্য আসত থাক। সাঁথিয়ার সকল মুক্তিযাদ্ধারা একত্রিত হয় থানা সদর থক ৫ কিঃ মিঃ পশ্চিম জাড়গাছা ও নদনপুর মাঠর ব্রীজ ভঙ্গ পাক হানাদারদর সাথ চূড়াÍ মাকাবিলায় অবতীর্ণ হয়। স দিনও বীর মুক্তিযাদ্ধাদর তীব্র বাধার মুখ পাক সনারা পিছু হট চল যায়।
পরদিন ৯ ডিসম্বর মুক্তিযাদ্ধারা সাঁথিয়া থানা চত্বর আনুষ্ঠানিকভাব স্বাধীন বাংলাদশ বিজয় পতাকা উত্তালনর মাধ্যম সাঁথিয়া থানাক শত্রু মুক্ত ঘাষণা দন। সাঁথিয়া মুক্তিযাদ্ধা সংসদ দিনটি যথাযথভাব পালনর লক্ষ্য বিভিন কর্মসূচী গ্রহণ করছ। কর্মসূচীর মধ্য রয়ছ জাতীয় ও সংগঠনর পতাকা উত্তালন,বঙ্গবন্ধুর প্রতিকতিত পুষ্পমাল্য অপর্ণ, আনদ র্যালী,আলাচনা সভা। ##