আতাইকুলায় অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদার দাবী

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানায় রাতের আধারে আবু সায়েম নামে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে চাঁদার দাবী করার অভিযোগ পাওয়া গেছে। থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সায়েমের পিতা ফিরোজ হোসেন। ঘটনাটি গত বুধবার রাত ১১টার দিকে থানার পদ্মবিলা গ্রামে।
অভিযোগ সুত্রে জানা যায়, আতাইকুলা থানার পদ্মবিলা গ্রামের ফিরোজ মোল্লার ছেলে আবু সায়েম (২০) গত বুধবার রাত ১১টার দিকে বাড়ীর পাশে মোবাইলে ব্যস্ত ছিল। এসময় এক হোন্ডায় দুই জন সায়েমকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেধে হোন্ডায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাকে এলোপাথালী মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মিথ্যা ভয়েস কল রেকর্ড করে ভোর ৪টার দিকে পদ্মবিলা বিলে পাশে রেখে যায়। এ ঘটনায় আবু সায়েমের পিতা ফিরোজ হোসেন ৮/১২/২২ তারিখে বাদী হয়ে কুমিড়গাড়ী বিশ্বাস পাড়া গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে জনি বিশ্বাস (৩৫) এর নামোল্লেখ করে আরো ৪/৫ অজ্ঞাত নামে আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করে। আবু সায়েম জানায় হোন্ডায় দুইজনের মধ্যে জনিকে সে চিনে অন্য জনকে দেখলে চিনবে নাম জানে না। সায়েম আরো বলে তাকে মিথ্যা ভয়েস কল রেকর্ড করে আগামী তিন দিনের মধ্যে বিশ হাজার টাকার দাবী করে জনি। অভিযোগে উল্লেখিত জনির নামে খুন, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সে মাদক ব্যবসায়ী তাকে ধরতে বিভিন্ন ভাবে অভিযান চালাচ্ছেন বলে জানান আতাইকুলা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।