নাটোরে ট্রাফিক সার্জেন্টকে মারপিট করায় অভিযোগে আটক ১

নাটোর প্রতিনিধি
নাটোরে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মোঃ নুরুজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বেলাল হোসেন(৪৫) একজনকে আটক করেছে পুলিশ । আজ ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় নাটোর শহরের নিচাবাজার এলাকার ছায়াবানী মোড়ে এই লাঞ্চিতের ঘটনা ঘটে ।আটক বেলাল হোসেন শহরের কানাইখালী মহল্লার মৃত কলিম উদ্দীনের ছেলে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, আজ ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে শহরের নিচা বাজার এলাকার প্রধান সড়কের ছায়াবানী মোড়ে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জন মোঃ নুরুজ্জামান। এ সময় নিচাবাজার এলাকার মৌচাক মিষ্টান্ন ভান্ডারের সামনে একটি প্রাইভেট কার অবৈধভাবে পার্কিং দেখে সেটি সরিয়ে নেয়র জন্য অনুরোধ জানান গাড়ির মালিককে। এ সময় বেলাল হোসেন ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সার্জেন্টকে গালাগালি করতে থাকে। এর এক পর্যায়ে বেলাল হোসেন কর্তব্যরত সার্জেন্ট নুরুজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার সোলজার ব্যাজ ছিঁড়ে ফেলে। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়িসহ বেলালকে আটক করে থানায় নিয়ে যায় ।
বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।