কেউ কথা না রাখলেও কথা রেখেছে এমপি এনামুল হক : মেয়র লিটন

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন রাজশাহী তথা উত্তরাঞ্চলের উন্নয়নে অনেক এমপি-মন্ত্রী কথা দিয়েছেন। উন্নয়ন এবং কর্মসংস্থানের সেই কথা তেমন কেউ রাখতে পারেননি। তবে কথা রেখেছেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। মহান জাতীয় সংসদে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উত্তরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রায়ই বক্তব্য দিয়ে থাকেন। সেই সাথে কথা দিয়েছিলেন সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানে কাজ করে যাবে। সেটা আজ বাস্তবে পরিণত হয়েছে। রাজশাহীর মতো শহরে স্থাপন করেছে সোয়েটার ফ্যাক্টরী। সেই ফ্যাক্টরীতে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। সেই সাথে তাঁর নির্বাচনী এলাকাতেও মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে করেছে অনেক প্রতিষ্ঠান। সেখানে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। শুধু সংসদ সদস্য হলেই কাজ শেষ হয়ে যায় না। বেকার জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এনাগ্রুপের এই প্রতিষ্ঠানটি তৈরি পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এটি স্থাপনের মাধ্যমে রাজশাহীর জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হয়েছে। রাজশাহীর মতো চ্যালেঞ্জিং স্থানে অনেক প্রতিকূলতা পেরিয়ে সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরী অনেকটাই সফলতা অর্জন করেছে। এনা গ্রুপের অংগ সহযোগী প্রতিষ্ঠান সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, বিসিক চেয়ারম্যান মুহ.মাহবুবর রহমান, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজিদ, বিসিক শিল্পনারী কর্মকর্তা আনোয়ারুল আজিম, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদ্জ্জুামান আসাদ, এনাগ্রুপের আঞ্চলিক পরিচালক সারোয়ার জাহান, সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরীর কর্মকর্তা সজল আহম্মেদ প্রমুখ।