বগুড়ায় দেশীয় মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় বিষাক্ত রং মিশিয়ে দেশীয় মাছ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রং মেশানো প্রায় ৪০ কেজি মাছ জব্দ করে মাছ করতোয়া নদীতে অবমুক্ত করা হয়।

শনিবার সকালে শহরের ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন৷

তিনি গণমাধ্যমকে জানান, ‘ফতেহ আলী বাজারে ফার্মে উৎপাদনকৃত মাগুর ও শিং মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রির অভিযোগ ছিল। মূলত এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগে সত্যতা পাওয়ায় রহিম মন্ডল নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার দোকানে থাকা প্রায় ৪০ কেজি রং মাখানো মাছ করতোয়া নদীতে অবমুক্তকরা হয়েছে।’
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন