আতাইকুলা প্রতিনিধিঃ
পাবনার আতাইকুলা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে স্থানীয় গ্রাম্য ডাক্তার- পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ডায়াগনষ্টিক সেন্টারে সভা কক্ষে গ্রাম্য ডাক্তার মোঃ মোতালেব হোসেনের সভাপতিত্বে ও মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভা হয়। গ্রাম্য ডাক্তারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে চিকিৎসা বিষয়ক জ্ঞানগর্ব আলোচনা করেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. (ড) মোঃ কামাল ওসমান, আতাইকুলা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ হাসিবুল ইসলাম খান, পরিচালক আব্দুল মমিন, সমাজ সেবক হেদায়েত উল্লা, মিঠু, ম্যানেজার জিন্নাহ প্রমুখ। সভায় পরিচালক আঃ মমিন জানান এলাকার দরিদ্র বৃহত্তর জনগোষ্ঠির কথা চিন্তা করে পাবনা শহরের ন্যায় উন্নত জার্মানি মেশিনে বিভিন্ন প্রকার পরীক্ষা নিরিক্ষাসহ উন্নত চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে আতাইকুলা বাজারে এ প্রতিষ্ঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে এলাকার মানুষ কম খরচে দ্রুত সেবা পাবেন। এখানে নিয়মিত সেবা দিবেন বিশেষজ্ঞ ডাক্তারগন। স্ত্রী ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ মঞ্জুরা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. (ড) মোঃ কামাল ওসমান, শিশু রোগ বিশেষজ্ঞ ক্যাপ্টেন (অবঃ) ডাঃ মোঃ আনিছুর রহমান, হৃদরোগ, মেডিসিন ও বাতজর বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হাকিম, নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ কামরুজ্জামান (নয়ন) ডা. রৃপক দাশসহ বিভিন্ন রোগের চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা সেবা দিবেন। এছাড়াও এখানে আল্ট্রসনোগাফী ও এক্সরেসহ সকল প্রকার পরীক্ষা নিরিক্ষা করা হয়। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।