বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নাটোর জেলা শাখার নির্বাচন সম্পন্ন

নাটোর প্রতিনিধি
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)নাটোর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে স্বপন পোদ্দার ও সাধারণ সম্পাদক পদে রঘুনাথ কর্মকার নির্বাচিত হয়েছেন।
শুক্রবার(২৫ নভেম্বর) রাতে বাজুস নাটোর জেলা শাখার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষনা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিমান গোবিন্দ সরকার। এর আগে সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ স¤পন্ন হয়।
সভাপতি পদে স্বপন পোদ্দার খেঁজুর গাছ প্রতীক নিয়ে ১৮১ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোখলেছুর রহমান মুকুল ৭৭ ভোট পেয়েছেন। সাধারণ স¤পাদক পদে রঘুনাথ কর্মকার হাতি প্রতীক নিয়ে ১৭৪ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভবেশ চন্দ্র চক্রবর্ত্তী ঘোড়া প্রতীক নিয়ে ৭৬ ভোট পেয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে সুশীল কুমার পোদ্দার, সাংগঠনিক স¤পাদক সাগর কুমার দাস, সমাজকল্যাণ স¤পাদক রাম প্রসাদ কর্মকার, দপ্তর স¤পাদক সানোয়ার হোসেন রনি নির্বাচিত হয়েছেন।

নাটোর জুয়েলার্স এসোসিয়েশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৬৮ জন। দুই প্যানেলে সভাপতি ও সাধারণ স¤পাদক সহ ১৬ পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রধান নির্বাচন কমিশনার বিমান গোবিন্দ সরকার বলেন, সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃংখলার সদস্যা উপস্থিত ছিলেন। ভোটাররা তাদের পচ্ছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।