মৌলভীবাজারে অনিদিষ্ট কালের জন্য বাস বন্ধ ঃ যাত্রীদের চরম ভোগান্তি

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপ সকল বাস-মিনিবাস গত ২২ নভেম্বর থেকে অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে। বাস চলাচল বন্ধ রাখার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বাসের চালক ও যাত্রীরা। এতে গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া গুণে সিএনজি, ব্যাটারী চালিত টমটম, ট্রাক ট্যাংকলরী, পিকআপ কাভারভ্যানসহ ছোট পরিবহনে ছুটছেন কেউ কেউ। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শেরপুরসহ বাস টার্মিনাল ও সড়কে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। অনেকে হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন। জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপ গত ২২ নভেম্বর রাতে যৌত মিটিং এর মাধ্যমে এ সিদ্বান্ত গ্রহন করেন। জানা গেছে- মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির অফিসের ষ্টাফের সাথে ড্রাইভারের কথা কাটাকাটির সুত্র ধরে এ ঘটনা। এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন ইউনিয়ন সভাপতি ফজলুল আহমদ বিষয়টি এরিয়ে যান। এবং মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর চেয়ারম্যান আসাদ হোসেন মককু এ প্রতিবেধক এর একাধিকবার ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। জানতে চাইলে জেলা মিনিবাস মালিক গ্রুপ এর সদস্য সচিব ও এস জামান গ্রুপ এর কর্ণধার সৈয়দ কামাল জামান বলেন- মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর চেয়ারম্যান আসাদ হোসেন মককুসহ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপ এর নেতৃবৃন্দরা একটি রেজুলেশন এর মাধ্যমে এ সিন্ধান্ত গ্রহণ করেছেন। এবং অভিযুক্ত ড্রাইভারকে বহিস্কার করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে জানান- ড্রাইভারের পক্ষ নিয়ে ২০ নভেম্বর থেকে কিছু ড্রাইভার গাড়ী চালান নি। ২দিন চেষ্টা করা হয় বিষয়টি সমাধান করার জন্য। শৃংঙ্গলা ফিরিয়ে আনার জন্য বাস বন্ধের এ সিদ্বান্ত। এ ব্যাপারে অভিযুক্ত ড্রাইভার ও শ্রমিক নেতা কুতুব জানান- সিলেট আলিয়া মাদরাসা মাটে আয়োজিত গত ইজতেমায় বরুনা মাদ্রাসা, শেখবাড়ী মাদরাসা, শ্রীমঙ্গলসহ ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে গন্তব্য স্থানে যাওয়ার কারণে জেলা বাস মিনিবাস মালিক সমিতির এক নেতা ক্ষিপ্ত হন। এ নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়। সর্বশেষ গাড়ীর চার্ট টাঙ্গানোর সুত্র ধরে উভয়ের মধ্যে জঠিলতা বাড়তে থাকে। আমার সাথে খারাপ আচরন এ ঘটনাটি জানা জানি হলে শ্রমিকরা যৌতিক প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মালিক পক্ষ অনিদিষ্ট কালের জন্য সকল বাস চলাচল বন্ধ ঘোষনা করেছেন।