‘বিশ্বকাপ না জিতলেও সুখী মানুষ নেইমার’

কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবেই অংশগ্রহণ করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে এবার কাতারে লড়াইয়ে নামবে ব্রাজিল। হেক্সা জয়ের অনেকটাই নির্ভর করছে দলের প্রাণভোমরা নেইমারের ওপর। এর আগেও দুইবার হেক্সা জয়ের মিশনে ব্যর্থ নেইমার। কাতার বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ এমন ইঙ্গিতও দিয়েছেন নেইমার। তবে বিশ্বকাপ জিততে না পারলেও নিজেকে সুখী মানুষ মনে করবেন ব্রাজিলের এই সুপারস্টার।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জিততে না পারলে নিজের ক্যারিয়ার অসম্পূর্ণ হবে কি না? এমন প্রশ্নে নেইমার বলেন, ‘না, আমার ক্যারিয়ারে এমন সব অর্জন আছে, যা কল্পনাও করিনি। তাই এখনই আমার ক্যারিয়ার শেষ হয়ে গেলেও নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবেই মনে হবে।’

বিশ্বকাপ জিততে না পারলে তার দুঃখ না থাকলেও সুযোগ থাকায় শিরোপা জিততে চান নেইমার। তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ জয় আমার সেরা স্বপ্ন। ফুটবল বোঝার সময় থেকে এই স্বপ্ন দেখে আসছি। এখন আরেকটি সুযোগ যেহেতু পাচ্ছি, তা কাজে লাগাতে চাই।’