সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ার অনুমোদনহীন তিনটি ইটের ভাটা গুঁড়িয়ে দিয়েছে বগুড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিটি ভাটায় ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
উচ্চ আদালতের এক নির্দেশে জেলার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
দণ্ড পাওয়া ভাটাগুলোর মধ্যে মীর ব্রিকসের আবু জাফর, বগুড়া ব্রিকসের মো. জুয়েল ও বদর ব্রিকসের মাহবুবুর রহমান বুলু প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা দেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম এসব তথ্য নিশ্চিত করে জানান, হাইকোর্ট থেকে অবৈধভাবে পরিচালিত ইট ভাটার কার্যক্রম বন্ধে এক আদেশ দেয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালকের সমন্বয়ে ভ্রামমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ ও অনুমোদনবিহীন তিনটি ইটভাটার চিমনিসহ অন্যান্য অবকাঠামো ভাঙ্গা হয়েছে। পরে ভাটা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জরিমানার টাকাও পরিশোধ করেন।
ম্যাজিস্ট্রেট নাইম আরো বলেন, এই অভিযান চলমান থাকবে।
অভিযানে আইন প্রয়োগে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, মো. তামিম হাসান, মুন্তাসির মামুন মুন ও পরিদর্শক মুহাম্মদ মিকাইল হোসাইন। এ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৪) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার দেশের সকল অবৈধ ইটভাটা অপসারণের লক্ষ্যে এক রীট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসনের সিনিয়র সচিব এবং পরিবেশ সচিবকে এ নির্দেশনা জারি করতে বলা হয়েছে।