█ স্টাফ রির্পোটারঃ
পাবনায় “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোড়দার করণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ এর অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ এবং প্রোগ্রাম ম্যানেজার (মাতৃ স্বাস্থ্য) এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপ-পরিচালক ডা. মোঃ জাহাঙ্গীর আলম প্রান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা, পাবনার উপ-পরিচালক এরশাদ আহমেদ নোমানী। অনুষ্ঠানে পাবনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বরসহ দুই শতাধিক ব্যাক্তি অংশ নেন।