সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার অন্যতম রাজশাহী শিক্ষা বোর্ডের সর্বোচ্চ শিক্ষার্থীর বিদ্যাপীঠ আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে নিয়ম বহির্ভুত তফশিল ঘোাষনা হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি খোদ শিক্ষকসহ এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ায় চাউর হয়েছে।
সুত্রে জানা যায়, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলে গত ১৪/০৯/২০২১ তারিখে উপজেলা নির্বাহী অফিসার এ্যডহক কমিটির সভাপতি হিসেবে অদ্যবধি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। ৪ বার এ্যডহক কমিটির হলেও আগামী ২৮/১২/২০২২ তারিখে চলতি মেয়াদ শেষ হবে। শিক্ষা বোর্ডের গেজেট ২০০৯ অনুযায়ী মেয়াদ শেষের ৮০ দিন পুর্বেই নিয়মিত কমিটির জন্য সভায় রেজুলেশনে খসরা ভোটার অনুমোদন দিতে হবে। ভোটার তালিকা অনুমোদন না করেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিসাইটিং অফিসার গত ২৬ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষনা করেন। তফসিলে ০১ হতে ৩/১১/২২ মনোনয়ন পত্র জমা ও বিতরন, ৬/১১/২২ বাছাই, ৯/১১/২২ মনোনয়ন প্রত্যাহার ও ২১/১১/২২ নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা করেন। নির্বাচনের নথি বিভিন্ন দপ্তরে প্রচার করা হয়েছে। অপর দিকে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হতে ম্যানেজিং কমিটিতে ২ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য শিক্ষক সভায় ভোটের মাধ্যমে সিনিয়র-জুনিয়র দুই শিক্ষককে নির্বাচিত করলেও একে অপরের প্রস্তাবক-সমর্থক হওয়ার অজুহাত দেখিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিসাইটিং অফিসার তাদের বাতিল করেন। এমতাবস্থায় শিক্ষক প্রতিনিধির সদস্যও হচ্ছে না। শিক্ষক প্রতিনিধি ছাড়াই কি ম্যানেজিং কমিটি হবে। সুধী মহলের প্রশ্ন। প্রায় ২৫০০ শিক্ষার্থীর ৪৬ গ্রামের ভোটারদের কাছে স্বল্প সময়ে প্রচার সম্ভব নয় বলে ভোট বন্ধের আবেদন করেছিল ভোটাররা।
এ বিষয়ে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বলেন, দীর্ঘ দিন ম্যানেজিং কমিটির নির্বাচন না হয়ে চার বার এ্যডহক কমিটি বিদ্যালয় পরিচালনা করে আসছিল। সর্বশেষ শিক্ষা বোর্ডে প্রতিশ্র“তি দিয়ে এ্যডহক কমিটি পাস করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর এ কমিটির মেয়াদ শেষ হবে। নির্বাচনের জন্য গত ০৬/০৮/২০২২ তারিখে এডহক কমিটির সভায় নিয়মিত কমিটি গঠনের সার্বিক ব্যবস্থা গ্রহনের অনুমতি গৃহিত হয়। সে মোতাবেক সকল কার্য়াক্রম চলছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাদের বিশ্বাস এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, নিমায়ানুযায়ী এক প্রার্থীর প্রস্তাবক বা সমর্থক এক জনই হতে পারে, একাধিক প্রার্থীর হতে পারে না। সে অনুসারে প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে। উক্ত শিক্ষক প্রার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আপিল করলেও সেখানেও তাদের আবেদন বাতিল হয়।