আবু হেনা মোস্তফা কামাল
জানি আমি এ জগৎ সংসারে,
কেউ নিজেকে ছাড়া ভাবে না।
পারিনে শুধু আমি, কিন্তু কেনো?
ভালোবাসি তোমায়,পারিনে তাই।
ভোতা যাদের অনুভূতি, তারা সুখি,
যাচ্ছে কেটে নির্বিঘ্নে তাদের দিন।
নিমগ্ন তারা শ্লাঘা নিয়ে গৌরবে,
মাতোয়ারা আপন মনে সৌরভে।
চলতে হয় তাদের কে অক্ষাংশ,
দ্রাঘিমা মেপে,সূক্ষ্ম যাদের অনুভূতি।
অস্থির রয় চিত্ত, উদ্ভট ভাবনা নিত্য,
বিদীর্ণ হয় হৃদয় অতি অল্পেই।
ভেবে ছিলেম তুমি ওদের দলে নও,
ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে সে বিশ্বাস।
ভাবতে কিছুতে চায়না মন, তেমন।
তোমার উপমা শুধুই তুমি।
রেখো অটুট আমার বিশ্বাস,
রেখো আমায় আশ্বাসিত, ওগো বঁধু নিয়ত।