এইচ.এস.সি পরীক্ষার প্রথম দিনে চাটমোহরে অনুপস্থিত-২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
রবিবার (৬ নভেম্বর) এইচ.এস.সি পরীক্ষা শুরুর দিনে পাবনার চাটমোহরের দুই কেন্দ্রে ২২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। চাটমোহর সরকারি কলেজ ও চাটমোহর মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২৭২ জন হলে রবিবার ১২৫৩ জনের বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। এর মধ্যে ২২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
চাটমোহর সরকারী কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ আব্দুল মজিদ জানান, তার অধীনস্ত কেন্দ্রে চাটমোহর মহিলা কলেজ, হরিপুর স্কুল এন্ড কলেজ, মির্জাপুর ডিগ্রী কলেজ, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজ ও আর.সি.এন এন্ড বি.এস.এন পাইলট স্কুল এন্ড কলেজের ৬৫৬ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল ৬৫২ জনের। ৬৪০ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ১২ জন। চাটমোহর মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব শরীফ মাহমুদ সরকার জানান, তার অধীনস্ত কেন্দ্রে চাটমোহর সরকারী কলেজ, হান্ডিয়াল কলেজ, চলনবিল আদর্শ কলেজ ও ডিবিগ্রাম স্কুল এন্ড কলেজের ৬১৬ জন পরীক্ষার্থী রয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল ৬০১ জনের। এর মধ্যে ৫৯১ জন উপস্থিত ছিলেন এবং অনুপস্থিত ছিলেন ১০ জন। উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।