রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধি: সরাদেশের বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদের নিয়ে নওগাঁ সাহিত্য পরিষদ এর দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর।
শনিবার দুপুরে শহরের কাজীর মোড়ে সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি হাবিব রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গবেষক, ইতিহাসজ্ঞ ড.মোহাম্মদ শামসুল আলম, কবি শাহীন খন্দকার, সহসভাপতি অরিন্দম মাহমুদ, রবিউল মাহমুদ, অনিন্দ্য তুহিন, সাধারন সম্পাদক আশরাফুল নয়ন, নির্বাহী সদস্য খান মোঃ নৌফেল,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ নাসির সহ অন্যান্যরা।
সভায় সম্মেলনের প্রস্তুতিমূলক বিভিন্ন আলোচনা সহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংগঠনের মূখপত্র লিটল ম্যাগাজিন বৈকুন্ঠ প্রকাশের সিদ্ধান গৃহীত হয়।
উল্লেখ্য প্রতি বছর নওগাঁ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আয়োজিত সাহিত্য সম্মেলনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা হতে শতাধীক বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদ অংশ গ্রহন করে।