রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন করা হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুরু হয়।
নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ভার্চূয়ালী যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, আবুল কালাম কালাম আজাদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫৭৮ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে ইস্যুকৃত সনদপত্র এবং স্মার্ট পরিচয়পত্র বিতরন করা হয়।#