মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ ৬ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম, এইচএসসি (ব্যাবসায় ব্যাবস্থাপনা) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এ বছর মৌলভীবাজার জেলা থেকে ২৩ টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৭শত১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। সংশোধিত ও পুনঃবিন্যাসকৃত সিলেবাসে দুটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক এবং চতুর্থ বিষয়ে পরীক্ষা হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ ২৫টি প্রশ্নের ১৫টির উত্তর দিতে হবে, সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে, সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। অন্যদিকে মানবিক ও ব্যবসায় শাখায় এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে, সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে চারটির উত্তর দিতে হবে, সময় ১ ঘণ্টা ৪০ মিনিট