এনামুল হক টগর
কপালের মাঝামাঝি নফসে আম্মারার রং হতে পারে মলিন হলুদ,
প্রাণশক্তির বিচিত্র রং ঢং জল রূপ রস বৈচিত্র্যের গভীরে তার বিস্তার আবাদ !
সে আমিত্ব অহংকার ও লোভ লালসায় মোহে এক কঠিন মায়াবী!
সিরকার নকল গুণাগুণ ধারণ করে আসে আর যায় সে নব নব রূপ আজব!
প্রতারণার কলা কৌশল ও ছলনার ফাঁদই তার অসত্য চিন্তার গোপন স্বভাব!
মানব দেহে নফসে আম্মারার কামনা বাসনা লোভের জগতে এক মহামায়া,
সিরকার রং ও রূপে মিশে মধুকে ধোঁকা দেয় অশুভ দানব বিস্ময়।
সে যে ওয়াস-ওয়াসিল খান্নাস ও হিংসার ক্রোধে,
এই মানব জীবনকে ধ্বংস করে অসহ্য অঙ্গার নির্বোধ!
মনোযোগ তপস্যা ধ্যানে সিরকার গভীরে গবেষণায় করে নিজেকে ও সত্যকে চিনে নাও,
ফুরকান ও পরশ পাথরের জ্ঞান বিজ্ঞতায় নিখুঁত সাধক হও!
মধু থেকে তাকে পৃথক করো,বর্জন করো,আধুনিক বিজ্ঞানের অংকতে খ্যাতি।
তারপর আসল মধুটুকু ভক্ষণ করো মারফতের গুপ্তধন নূরের জ্যোতি।
নফস রোগাক্রান্ত ব্যক্তি নবীর তরিকা গ্রহণ করলেই কালেমা শফথে পাবে মহাপুরস্কার।
কামেল ওলির নূর ও হেদায়েত তাজাল্লিই নফসের চেতনা সংস্কার।
জীবত্মাকে রোগমুক্ত ও পরিশুদ্ধ করে তোলে শায়খের তরিকা বিদগ্ধ আলোতে দীপ্তকর!
আল্লাহর দয়া ও নবীর রহমতের মাকামেই উন্নত রূহানীতে সরল পথে লাভ সফল!
নায়েবে নবী আল্লাহর জাত পাকে মিশে একাকার ফানায় চিরন্তন স্থির!
তখন নফসে আম্মারার আমিত্ব ক্রোধ ধ্বংস হয় বিনাশ হয় পরিশুদ্ধ জ্ঞান পরষ্পর।
লতিফায়ে নফস ধীরে ধীরে নসফে মুতমায়িন্নায় প্রশান্ত হয় খোদহামখোদী!
আল্লাহর সন্তুষ্টচিত্ত ও সন্তষ্টভাজন দাস নিজেই কুলোষমুক্ত নিজেকে চিনে নেয় পরিচয়!
জীবন যেন সুখ ও শান্তিতে অমৃত সুধা জ্ঞানে জগতে জাগ্ৰাত ভালোবাসায়।
কতো আনন্দ,কতো উপভোগ,বেহেস্ত ও ইল্ল্যীয়ানের প্রজ্ঞায় মিশে জীবন হবে অক্ষয়!
প্রশান্ত মানবের অন্তরেই হেদায়েতর নূর ও মহব্বত পুষ্প উদ্যানে সৌরভ নতুন আবাদ !
নফসে আম্মারার অসৎ প্রবৃত্তি থেকে কুলসমুক্ত আলোকপ্রাপ্ত অলিই নক্ষত্র চাঁদ!
চোখ তাঁর নূরের গোপন হিয়ায় তৃতীয় নয়ন ভেদ সদৃশ্য মাহবুবে মুরাদ ধৈর্যশীল কুরশী!
যার উপর হযরতে রাহমান সমাসীন জ্যোতির্ময় ও মহানূরে মহাত্মার মহাজ্ঞান উদয়!
আল্লাহর আহকাম ও এলহাম নাজিলে মহাভেদ মহাপরমই তাঁর আসল পরিচয়।
নফসে মুতমায়িন্নর প্রকাশ পরিচয় লাভই গুপ্তজ্ঞানে গুপ্তধন মহাচৈতন্য পরিশুদ্ধ নফস বিজয়।