ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারিতে জয়-পরাজয় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন (হাতি মার্কা) ও সহ-সভাপতি আসলাম আলী (তালা মার্কা) উভয়ে ৩৭ ভোট পায়। এছাড়া অপরপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রাজা (টিউবওয়েল মার্কা) পেয়েছে ২০ ভোট।
সূত্র জানায়, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৯৪ জন। আজ সকাল ৯ টায় উপজেলা পরিষদের হলরুমে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে সকল ভোটার তাদের ভোট প্রদান করে। দুইটার সময় ভোট গ্রহণ শেষ হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসের দায়িত্ব পালন করেন জেলার সুজানগর উপজেলার একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, দুইজন প্রার্থী সমান ভোট পাওয়ায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে (জেলা প্রশাসকের কার্যালয়) লটারি হবে। লটারিতে জয়ী ব্যক্তি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হবে।