নাটোরে ভয়াবহ আগুনে পুড়ে নিঃস্ব পরিবার, দগ্ধ দ¤পতি হাসপাতালে

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপররুল ইউনিয়নের ছান্দাবাড়ী গ্রামে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিক্ােন্ড স¤পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এক পরিবারের বসতঘর। এতে দগ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে বাড়ির মালিক মেছের আলীর ছেলে বাবু (৪০) এবং তার স্ত্রী পারভিন (৩০)। অগ্নিকান্ডে গবাদি পশু ও নগদ টাকা সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বাবুর ঘরের ৯টি ছাগল, নগদ ৩ লাখ টাকা, ফ্রিজ, চাল, গম, ভুট্টাসহ ঘরের সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটির সদস্যরা বর্তমানে শুধুমাত্র পরনের পোশাক নিয়ে বেঁচে আছেন।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম। এলাকাবাসীর জানান , ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতার জোর দাবি