ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করতে হলে পারমাণবিক যুদ্ধ বাঁধাতেন পুরুষরা: জাহ্নবী

ঋতুস্রাবের যন্ত্রণা নিয়ে বরাবরই তর্কের শেষ নেই। বেশিরভাগ নারীরাই দাবি করেন তা বেশ কষ্টকর। তবে পুরুষদের অনেকেই যন্ত্রণা নিয়ে সংশয় প্রকাশ করেন। আবার তাতে নারীদের দাবি, একবার জীবনে কমপক্ষে এই যন্ত্রণা সহ্য করলে, তবে হাড়ে হাড়ে টের পেতেন পুরুষরা।

এই তর্ক বিতর্কের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতুস্রাবের ব্যথা নিয়ে পুরুষদের একহাত নিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে ঋতুস্রাবের সময় বহু মহিলার মেজাজ বিগড়ে থাকে উল্লেখ করে জাহ্নবী বলেন, ‘যদি আমি কোনও কথা বলতে চাই বা তর্ক করি তাহলে অনেক পুরুষই জানতে চান, এটা কি মাসের সেই সময়? যদি সত্যি কোনও পুরুষ মহিলাদের শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন হন তাহলে এই প্রশ্ন করা উচিত নয়। তার বলা উচিত, এটা কি মাসের সেই সময়? আপনার কিছুটা সময়ের প্রয়োজন? আমাদের সবসময় হরমোন নিয়ন্ত্রণে থাকে না। আমরা যে যন্ত্রণা সহ্য করি, তা পুরুষরা সহ্য করলে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত।’

অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই সোশাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। অধিকাংশ নারী তার পাশে দাঁড়িয়েছেন। যদিও পুরুষেরা জাহ্নবীর এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর বলিউডে পা দিয়েছেন বেশ কয়েক বছর হলো। নানা কারণে জাহ্নবী খবরে থাকলেও, তার সিনেমার ক্যারিয়ার এখনও বেশ টলমলে। গত বছর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলঝা’, ‘দেভারা: পার্ট ১’ মুক্তি পেয়েছে।

অভিনেত্রী বর্তমানে ‘তুলসী কুমারী’ নিয়ে ব্যস্ত। চলতি বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরপর তেলুগু ছবি ‘পেড্ডি’তে কাজ করার কথা তার। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৭ মার্চ ছবিটি মুক্তি পেতে পারে। আসন্ন ছবিগুলো জাহ্নবীর ভাগ্য ফেরাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।