আতাইকুলায় বিকাশের ৫০ হাজার টাকা কিশোরগঞ্জে ফেরত

সাঁথিয়া প্রতিনিধিঃ ভুলবশতঃ বিকাশের মাধ্যমে আসা ৫০ হাজার টাকা আতাইকুলার পান দোকানী কিশোরগঞ্জের প্রকৃত মালিককে ফেরত দিলেন। এতে আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।
জানা যায়, গত শনিবার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার জালালপুর ইউনিয়নের জাকারিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে কামাল হোসেন তার ব্যবসায়ীক লেনদেন করতে ভুলবশতঃ ৫০ হাজার টাকা আতাইকুলা বাজারের পান দোকানদার হোসেন আলীর বিকাশ নাম্বারে আসে। বিষয়টি নিশ্চিত হয়ে আতাইকুলা থানা পুলিশকে জানালে থানার ওসি একেএম হাবিবুল ইসলামের মাধ্যমে রবিবার বিকালে আতাইকুলা বাজারের পান দোকানদার হোসেন আলী টাকার প্রকৃত মালিক কামাল হোসেনক নগদ ৫০০০০ টাকা ফেরত দেন। প্রাপক পান ব্যবসায়ী হোসেন আলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ঘটনাটি এলাকায় আলোরন সৃষ্টি করছে। ওসি ও পান ব্যবসায়ী প্রসংশায় ভাসছেন।