কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ও তার অর্ন্তগত সকল ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কৃষকদলের নেত্রকোনা জেলা কমিটির সভাপতি সালাহ্ উদ্দিন খান মিলকী ও সাধারণ সম্পাদক এডভোকেট এম.এ রফিক বাবুল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কলমাকান্দা উপজেলা কমিটির মেয়াদ উর্ত্তীণ ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনে ব্যর্থ হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তাই জেলা কৃষকদলের সিদ্ধান্ত মোতাবেক কলমাকান্দা উপজেলা কৃষক দল ও তার অর্ন্তগত সকল ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
