ফরিদ সাইদের ‘ফিরে চল আপন দেশে’র গ্রন্থ উন্মোচন

ঢাকা অফিস ঃ

আজ ৩০ মার্চ মঙ্গলবার একুশে বইমেলা বাংলা একাডেমি নির্ধারিত গ্রন্থ উন্মোচন মঞ্চে ছড়াকার কবি ফরিদ সাইদ’র তৃতীয় ছড়া-কবিতাগ্রন্থ ‘ফিরে চল আপন দেশে’র গ্রন্থ উন্মোচন অনুষ্ঠিত হয়!
শুরুতেই বই বিষয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদ সাইদ!

প্রধান অতিথি ছিলেন নাট্যকার এড. লুৎফুল আহসান বাবু! বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল, বিশিষ্ট সংগঠক কবি হানিফ খান, বাংলা একাডেমির সদস্য সংগঠক কবি সৈয়দ নাজমুল আহসান! অতিথিবৃন্দ গঠনমূলক সুন্দর সমাজ গঠনে বই কেনা বই পড়া প্রিয়জনকে বই উপহার দেবার তাগিদ দেন!

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সদস্য কবি মুহাম্মদ ইসমাইল , কবি গিয়াস হায়দার, কবি মোস্তফা মুনতাজ, কবি অশোক বিশ্বাস , ফরিদ সাইদ পুত্র ফাহিম খান, তালপাতা সম্পাদক কবি জাকির শায়েরী, চন্দ্রপ্রভা সম্পাদক কবি নাঈম মাহমুদ সোহাগ প্রমুখ! অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিমুনী খান রীনো!

ফরিদ সাইদ’র তৃতীয় ছড়া-কবিতাগ্রন্থ ‘ফিরে চল আপন দেশে’ প্রকাশক -পরিলেখ প্রচ্ছদ – রজত পরিবেশক – দ্বৈতা প্রকাশ স্টল নম্বর -৫৯২
বাংলা একাডেমি একুশে বইমেলা ২০২১
সোহরাওয়ার্দী উদ্যান ,ঢাকা!
প্রয়োজনে-01817-56 90 60,