লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষ তুলিতে সন্তানের স্বীকৃতি চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে মা বুলবুলি। শুধু তা-ই নয়, আড়াই বছরের শিশুকে নিয়ে খেয়ে না খেয়ে দিন যাচ্ছে তার। থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে ফিরে এসে চুপ করে রয়েছে। এলাকায় একাধিকবার বৈঠক হলেও পায়নি কোন প্রতিকার। কি হবে সন্তানের আর তার জীবনের এনিয়ে পথে পথে ঘুরে দিনকাটছে বুলবুলি যা দেখার নেই কেউ। ঘটনাটি ঘটেছে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি গ্রামে। থানায় অভিযোগের প্রেক্ষিতে জানাগেছে, বুলবুলি (২৫) এর স্বামী শারিরীক প্রতিবন্ধি ঢাকায় ভিক্ষা করে। বাড়ীতে শ্বাশুড়িকে নিয়ে বাস করে বুলবুলি। একা সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশি আব্দুল্লাহ মিয়ার ছেলে কলেজ পড়ুয়া জহুরুল ইসলাম (২৫) বিয়ের প্রলোভন দিয়ে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। গত ১৫/০৭/২০১৬ ইং তারিখ রাত হতে বুলবুলির সাথে জহুরুল ইসলাম শারিরীক সম্পর্ক গড়ে তোলায় ২ বছরের মধ্যে তার গর্ভে সন্তান আসে। গর্ভবতীনারী বিষয়টি জহুরুল ইসলামকে জানালে সে সন্তান নেবে এবং বিয়েও করবে জানায়। এমনি ভাবে দুই বছর গত হয়ে যাওয়ায় গত ০৭/০৮/২০১৮ ইং তারিখে ছেলে সন্তান জন্ম দেন বুলবুলি। এসময় বিষয়টি জহুরুল ইসলামের বাবা মা ও ভাইসহ তার পরিবার জানাজানি হলে সন্তানের স্বীকৃতিসহ বুলবুলিকে বাড়ীতে ছেলের বউ করে নেয়ার প্রতিশ্রতি দেন। এভাবে প্রায় ২ বছর ৬ মাস গত হয়ে গেলেও আজো সন্তানের স্বীকৃতি পায়নি বুলবুলি। নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জহুরুল ইসলামের বাবাকে মীমাংসার কথা বলে চলে আসে। অথচ বুলবুলির দাবি সন্তানসম তার স্বীকৃতি।আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। অথচ তদন্তের ১৫ দিন পার হয়ে গেলেও এখনো আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ।