মেজবাউল হাসান
মুজিব তুমি কোথায় আছ
খুঁজি শহর বন্দরে
তোমায় খুঁজে পাইনা কোথাও
আছ তুমি লোকান্তরে।
তোমারই মন্ত্রে চলছে দেশ
খুশি হবে শুনে
নিজ উন্নয়নে চলছে দেশ
নেইতো কোন ঋণে।
তোমার গড়া বাংলাদেশ আজ
নেইতো আর পিছিয়ে
যুগের সাথে তাল মিলিয়ে
চলছে দ্রুত এগিয়ে।
দেশ নিয়ে যা স্বপ্ন তোমার
ছিল জীবদ্দশায়
উন্নয়নে বাংলাদেশ আজ
স্বীকৃত আজ ধরায়।
বাংলাদেশ আজ নয়তো আর
তলাবিহীন ঝুড়ি
উন্নয়নের মডেল আজি
সারা বিশ্ব জুড়ি।
দেখতে যদি চেয়ে তুমি
কেমন চলছে দেশ
আত্মনির্ভরশীল সম্মৃদ্ধশালী
মুক্ত স্বাধীন বাংলাদেশ।
ঘুমাও এবার মুজিব তুমি
চির শান্তি নিয়ে
শত বর্ষ পালন করছি
তোমার জন্ম নিয়ে।