মুক্তিযুদ্ধের চেতনায় উগ্র মৌলবাদীদের রুখে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ মুজিবের সোনার বাঙলাকে নিয়ে ফের ষড়যন্ত্র শুরু করেছে সেই পাকিস্তানের রয়ে যাওয়া কিছু প্রেতাত্মারা যারা আজ হেফাজত, জামায়াত-শিবির নামে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
আজকে সেই অসা¤প্রদায়িক বাংলাদেশে সেই সা¤প্রদায়িক গোষ্ঠীরা আবারো ফণা তুলছে। কিন্তু তারা বাঙালির আসল চেহারা এখনো দেখেনি। বাঙালি যদি ফণা তুলে দাঁড়ায় তাহলে তারা এবার আর রক্ষা পাবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের ঐক্য অবস্থানই পারে এই ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে। মুক্তিযুদ্ধের চেতনায় উগ্র মৌলবাদীদের রুখে দিতে হবে।
২৯ মার্চ সোমবার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রায়ন-২ প্রকল্প’র বাস্তবায়নে ২০২০-২০২১ অর্থ বছরে মুজিব শতবর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে নির্মিতব্য একক গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, বীরগঞ্জ থানার তদন্ত ওসি মো. মোস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।